১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৪:৩৩

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে র‍্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ৩ প্রতারক গ্রেফতার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র‍্যাব অফিসারের পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে বিকাশের মাধ্যমে চাঁদাবাজির দায়ে তিন প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৯। জেলার বিভিন্ন স্থান থেকে ওই তিন প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

আজ (শুক্রবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) সিপিসি-১ এর একটি দল মেজর সৌরভ মো: অসীম শাতিল এবং সিনিয়র এএসপি এ কে এম কামরুজ্জামানের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

এ সময় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে মো: কাউছার মিয়া (৩৯), শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বাগুনীপাড়া গ্রামের মৃত আহম্মদ শাহর ছেলে মো: ফয়সল শাহ (৩৫) ও চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের রজব আলীর ছেলে মো: কামাল মিয়াকে (২২) গ্রেফতার করা হয়।

শায়েস্তাগঞ্জ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) সিপিসি-১-এর কমান্ডার সিনিয়র এএসপি এ কে এম কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিরা র‍্যাব অফিসারের পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে নিরীহ মানুষের কাছ থেকে প্রতারণা করে বিকাশের মাধ্যমে চঁাদাবাজি করে আসছিল।