হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ ইয়াবা সম্রাট সাইদুল হক (৪০) মাদকসহ গ্রেফতার হয়েছেন।
শনিবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে বানিয়াচং উপজেলার দত্তপাড়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে সেনাবাহিনী তাকে আটক করে।
অভিযানে তার কাছ থেকে ৮৪ পিস ইয়াবা, আড়াইশ গ্রাম গাঁজা, ৮ পিস ইয়াবা কন্ট্রোলার, ১ লিটারের বিদেশি মদের বোতল, ৪টি মোবাইল ফোন, ২টি কাঁচি, ৪টি ফুয়েল পেপার ও ইয়াবা বিক্রির নোট খাতা উদ্ধার করা হয়।
দীর্ঘদিন ধরে সাইদুল হক বানিয়াচং ও পাশ্ববর্তী উপজেলাগুলোতে পাইকারি ও খুচরা মাদক বিক্রি করে কোটি টাকা উপার্জন করেছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে বানিয়াচংসহ বিভিন্ন থানায় ১৭-১৮টি মামলা রয়েছে, যার মধ্যে ইয়াবা, চুরি ও ছিনতাইয়ের মামলা অন্তর্ভুক্ত।
অতীতে র্যাব, ডিবি ও থানা পুলিশের হাতে একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসা শুরু করতেন তিনি। এলাকাবাসীর অভিযোগ, মাদকের টাকায় তিনি বাড়িতে আলিশান ভবন ও উঁচু বাউন্ডারি নির্মাণ করেছেন নিজের নিরাপত্তার জন্য।
বানিয়াচং থানার ওসি গোলাম মুস্তফা বলেন, “তিন-চার মাস আগে আমরা তাকে ইয়াবাসহ গ্রেফতার করেছিলাম, কিন্তু আইনের ফাঁক গলে বের হয়ে আসে। এবারও মাদক আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”