হবিগঞ্জে সরকারী শিশু পরিবার ( বালক) হবিগঞ্জ এর মানোন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে৷
বৃহস্পতিবার ( ২৯ মে) দুপুর ১ টায় জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী৷ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: রত্নদ্বীপ বিশ্বাস৷ বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল, জেলা সমাজসেবা কার্যালয়ে সহকারী পরিচালক জালাল আহমেদ, বাংলাদেশ বেতার এর জেলা সংবাদদাতা শরিফ চৌধুরী , পৌর সমাজসেবা কমকর্তা নিপুন রায়, প্রমূখ৷ সেমিনারে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন হবিগঞ্জ শিশু পরিবার এর উপতত্তাবধায়ক আফজালুর রহমান৷
সেমিনারে শিশু পরিবার এর শিশু ও বালক, সাংবাদিকসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগন অংশগ্রহণ করেন৷
সেমিনারে বক্তারা বলেন- হবিগঞ্জ শিশু পরিবার ( বালক) কেন্দ্রে ১০০ টি আসনের সীট রয়েছে৷ এই এতিমখানায় পড়ালেখা করে অসংখ্য ছাত্র সরকারী বিভিন্ন চাকুরী পেয়েছেন৷ ভালো ভালো জায়গায় কর্মরত আছেন৷ সরকারীভাবে আরো সহযোগীতা পেলে এতিমখানার ছাত্রদেরকে আরো সঠিকভাবে প্রশিক্ষণসহ দক্ষ করে গড়ে তুলা সম্ভব হবে৷