১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৩:২১

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

তাফহিম চৌধুরীঃ–  হবিগঞ্জে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় জেলায় কর্মরত শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সম্প্রতি জেলা সাংবাদিক ফোরামের সভাপতিকে প্রাণনাশের হুমকি, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কিবরিয়া চৌধুরীর উপর সন্ত্রাসী হামলা, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক সুরুজ আলীর ওপর হামলা ও স্থানীয় দৈনিক খোয়াই-এর স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে এ মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল হক সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন– হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি প্রদীপ দাশ সাগর, শাকিল চৌধুরী, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কোহিনুর, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, আরইউ সুমন, মতিউর রহমান মুন্না, আজমিরীগঞ্জের সেন্টু আহমেদ, মাধবপুরের শামসুল হক আল মামুন প্রমুখ।