৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৯:২১

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে হত্যাকাণ্ডের ২১ বছর পর ৭ জনের ফাঁসির রায়

হবিগঞ্জের ব্যবসায়ী হারুণ মিয়া হত্যা মামলার ২১ বছর পর ৭ জনের ফাঁসি এবং ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।অভিযোগ প্রমাণীত না হওয়ায় ২২ জনকে খালাস দেওয়া হয়। একই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।

আজ ৩০ এপ্রিল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আজিজুল হক এ দণ্ডাদেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি অতিরিক্ত পিপি এডভোকেট সালেহ আহমেদ জানান, হবিগঞ্জ সদর উপজেলার হুরগাঁও গ্রামের হারুণ আহমেদ ও মিলন মিয়ার স্বজনদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি হারুণ মিয়া ও তার কযেকজন স্বজনকে রাস্তায় একা পেয়ে মিলন মিয়ার স্বজনরা অতর্কিত হামলা চালায়। এ সময় হারুণ আহমেদ মারা যান। এ ঘটনার পরদিন হারুণ আহমেদের ছোট ভাই সুমন আহমেদ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ৪৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়। মামলায় ১৫ জনের স্বাক্ষগ্রহণ শেষে দীর্ঘ ২১ বছর পর আদালত এই রায় প্রদান করেন। রায় প্রদানকালে সকল আসামী আদালতে উপস্থিত ছিলেন।