১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ২:৩৯

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ আলিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন

বিএনপি সরকারের আমলে পুরোনো ও ছেড়া পাঠ্যবই হাতে নিয়ে কেঁদে বাড়ি ফিরত শিক্ষার্থীরা। আওয়ামী লীগ সরকার বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের সেই দুঃখ দূর করেছে।

এখন সারাবছর শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয়। ফলে উৎসবমুখর পরিবেশে ছেলেমেয়েরা বিদ্যালয়ে যাচ্ছে; তাঁরা সুশিক্ষিত হয়ে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ট হচ্ছে। শুধু তাই নয়; প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের অধিকার নিশ্চিত করেছেন এবং অধিকার কিভাবে আদায় করতে হয় তা জনগণকে শিখিয়েছেন।

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বুধবার দুপুরে দারুছুন্নাৎ কামিল মাদরাসায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত চারতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আওয়ামী লীগ সরকার শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে উল্লেখ করে সংসদ সদস্য বলেন, সকল ক্ষেত্রে অগ্রগতির ধারা অব্যাহত রাখাতে আগামীতেও বঙ্গবন্ধু কন্যাকে প্রয়োজন। এক্ষেত্রে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যকলাপ মোকাবিলায় সকলকে সতর্ক থাকতে হবে।

প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এমপি আবু জাহির এ ভবনটি নির্মাণ করিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাদিকুর রহমান, হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ।