সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট ঘোষণা করা হয়।
ঘোষিত বাজেটে ১৬ কোটি ৪ লাখ টাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে সরকার প্রদান করবে এবং বাকি ৩০ লাখ টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রাজস্ব আয় থেকে সংগ্রহ করা হবে। বাজেটটি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়।
গত ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ১৫ কোটি টাকা। এবার বাজেট বেড়েছে ১ কোটি ৩৪ লাখ টাকা, যা ৮ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি।
নতুন বাজেটে মোট আবর্তক ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ২৯ লাখ টাকা। এর মধ্যে বেতন খাতে ৩ কোটি ৪৭ লাখ, ভাতা ২ কোটি ৪৭ লাখ, পণ্য ও সেবা ৪ কোটি ৯১ লাখ, গবেষণা অনুদান ২১ লাখ, প্রাথমিক স্বাস্থ্যসেবা ১ লাখ ৫০ হাজার এবং অন্যান্য অনুদান ২১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
মূলধন ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৫ লাখ টাকা। এর মধ্যে যন্ত্রপাতি ২ কোটি ৯৩ লাখ, যানবাহন ৯২ লাখ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৭০ লাখ এবং অন্যান্য মূলধন অনুদান ৫০ লাখ টাকা।
ছাত্রকল্যাণ খাতে মোট ৫৭ লাখ ৯২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে মেধা ও বৃত্তি ২০ লাখ ৫০ হাজার, ছাত্রী হল ১৯ লাখ ৯২ হাজার, শিক্ষা সফর ও ফিল্ড ওয়ার্ক ৮ লাখ, খেলাধুলা ৫ লাখ, বিএনসিসি ও রোভার স্কাউট ৫০ হাজার এবং ক্রীড়া সামগ্রী ক্রয়ে ৪ লাখ টাকা রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, “আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে দ্বিতীয়বারের মতো জনসমক্ষে বাজেট উপস্থাপন করা হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও সাধারণ জনগণ যেন বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে, সে উদ্দেশ্যেই এই প্রচেষ্টা।” তিনি আরও জানান, “বিগত অর্থবছর থেকে সকল ক্রয় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (e-GP) পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হচ্ছে।”
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার মো. বদরুল আমিন, হিসাবরক্ষণ কর্মকর্তা মোবারক খান এবং হবিগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।