জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন কমিশন গঠন

আজ বেলা ১১.০০ ঘটিায় হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে কার্য নির্বাহী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২১-২০২৩ মেয়াদের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন বোর্ড ও আপীল বোর্ড গঠন করা হয়।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান করা হয় শাকিল মোহাম্মদকে এবং সদস্য করা হয় বিপ্লব রায় চৌধুরী ও চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদকে।

আপীল বোর্ড চেয়ারম্যান করা হয় মোঃ নূর উদ্দিন কবিরকে এবং সদস্য করা হয় আব্দুল মোছাব্বির বকুল ও মোঃ আব্দুস ছালাম দুলালকে।

চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম, নির্বাহী সদস্য মোঃ দেওয়ান মিয়া, আব্দুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, মোঃ আমিনুল ইসলাম বাবুল, মোঃ মফিজুর রহমান বাচ্চু, মোঃ জাহিরুল আলম, এসএনএম ফজলে রাব্বী রাসেল, মোঃ এনামুল হক, সোহেল রানা তালুকদার, শেখ আনিসুজ্জামান, মোঃ জয়নাল আবেদীন ও অতীন কুমার দত্ত চৌধুরী পাপন।

সভায় চেম্বারের সাবেক প্রেসিডেন্ট মোঃ তকাম্মুল হোসেন কামাল, চেম্বার সচিব মোঃ আরজু মিয়া মজুমদারের মাতা মোছাঃ মরম চান বিবি ও চেম্বারের আপীল বোর্ডের সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

সভায় চেম্বারের নির্বাহী সদস্য শেখ আনিসুজ্জামানকে হবিগঞ্জ জেলা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়।