১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২০

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বঙ্গবন্ধু সাইন্স অলিম্পিয়াড ২০২১ এর অনলাইনে রেজিষ্ট্রেশন চলছে

শিশু কিশোরদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে, শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চা অব্যাহত রাখা, তাদের মাঝে বিজ্ঞানকে জনপ্রিয় করা ও তাদের মানসিক বিকাশ অব্যাহত রাখতে, হবিগঞ্জ জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য জেলা প্রশাসন হবিগঞ্জের আয়োজনে এবং উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের বাস্তবায়নে অনলাইনে বঙ্গবন্ধু সাইন্স অলিম্পিয়াড ২০২১ আয়োজন করা হয়েছে। অনলাইনে রেজিষ্ট্রেশন চলছে।

রেজিষ্ট্রেশন চলবে আগামী ৩০/০৯/২০২১ খ্রিস্টাব্দ পর্যন্ত নির্ধারিত আসন পূরণ হয়ে গেলে e-Registration বন্ধ হয়ে যাবে।

প্রতিযোগিতার পরিচিতি: এটি একটি একক প্রতিযোগিতা। প্রতিটি ক্যাটাগরি থেকে ৩ জন করে মোট ৯ জনের মধ্যে ২০ হাজার টাকা পরিমাণ অর্থ পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।

প্রতিযোগিতার নিয়ম: জুনিয়র (৬ষ্ঠ – থেকে – ৮ম শ্রেণি), সেকেন্ডারি (৯ম – থেকে – ১০ম শ্রেণি), সিনিয়র (একাদশ থেকে দ্বাদশ) । প্রতিযোগিতা ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময় আগে থেকেই ওয়েবসাইট এবং ফেসবুক পেইজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বঙ্গবন্ধু সাইন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে তিন গ্রুপ বা ক্যাটাগরিতে:
১. জুনিয়র(৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি)
২. সেকেন্ডারি (৯ম থেকে ১০ম শ্রেণি)
৩. সিনিয়র ও বিশেষ (একাদশ থেকে দ্বাদশ ) { যাদের জন্ম ১ জানুয়ারি ২০০১ সাল বা তার পরে}

অলিম্পিয়াডের – তারিখ এবং সময় জানিয়ে দেওয়া হবে।

হবিগঞ্জ জেলার সকল উপজেলার, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যে কোন শিক্ষার্থী প্রযোজ্য যে কোন একটি ক্যাটাগরিতে অংশ নিতে পারবে।তবে প্রতিটি বিদ্যালয়ের (কমপক্ষে) ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করতে হবে। বঙ্গবন্ধু সাইন্স অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য কোন রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবেনা।

রেজিষ্ট্রেশন লিংকঃ এখানে যান।

প্রত্যেক প্রতিযোগীকে একটি রেজিস্ট্রেশন আইডি বা ই-মেইল করে অলিম্পিয়াডের লিংক নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে দেওয়া হবে যার মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে লগইন করে কুইজে অংশ নিতে হবে।

বঙ্গবন্ধু সাইন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে তিনটি ক্যাটাগরিতে (পাঁচটি) বিষয়ের উপর:
ক্যাটাগরি- (জুনিয়র) ১.বিজ্ঞান ২.তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ক্যাটাগরি (সেকেন্ডারি, সিনিয়র ) ১.পদার্থবিজ্ঞান ২.রসায়ন ৩.আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

এসব বিষয় থেকে প্রশ্ন করা হবে। প্রশ্নের ধরণ (এমসিকিউ) বা এক শব্দে উত্তর হতে পারে।

প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।
ফেইসবুক পেইজ:
https://www.facebook.com/udvaboniscienceclub/
ফেইসবুক মেসেঞ্জার লিংক:
https://m.me/udvabonibd.org
ফেইসবুক পেইজ মেসেঞ্জার লিংক:
https://m.me/udvaboniscienceclub
বঙ্গবন্ধু সাইন্স অলিম্পিয়াড হেল্প গ্রুপ:
https://www.facebook.com/groups/881786489122421/
জরুরী প্রয়োজনে ফোন নাম্বার:
01712422489 ‌অথবা, 01753669617