হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমদের সমর্থনে ১০ দলীয় ঐক্য সমর্থিত জোটের জেলা লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে।
গতকাল ২৩ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনন্তপুরে অবস্থিত অধ্যক্ষ কাজী মহসিন আহমদের নির্বাচনী কার্যালয়ে এক মতবিনিময় সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান।
সভায় গঠিত জেলা লিয়াজোঁ কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—
আহ্বায়ক: কাজী মাওলানা মুখলিছুর রহমান।
যুগ্ম আহ্বায়ক: মাওলানা আব্দুল্লাহ আকিলপুরি, মাওলানা হোসাইন আহমদ নুরি, আবু হেনা মোস্তফা কামাল, এডভোকেট মুকাম্মেল হুসেন রুবিন ও ইঞ্জিনিয়ার আল মনোয়ার রাসেল।
সদস্য সচিব: এডভোকেট সারোয়ার রহমান চৌধুরী শামিম।
যুগ্ম সদস্য সচিব: এডভোকেট নজরুল ইসলাম, মাওলানা আবু সাদিক নোমান ও মাহবুবুল বারি।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন— মো. হারুনুর রশিদ, মুফতি ইয়াসিন আহমেদ নাইম, মাওলানা তারেকুল ইসলাম, মাওলানা কামারুজ্জামান ও এ. কে. এম. নাসিম।
এ সময় ১০ দলীয় ঐক্য সমর্থিত জোটের জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


