জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হাসপাতাল কর্তৃপক্ষের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

হবিগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর মামলার মেডিকেল সার্টিফিকেট, পিএম ও ভিসেরা রিপোর্ট জটিলতা সংক্রান্ত বিষয়ে ২৫০ শয্যা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, ডেপুটি সিভিল সার্জন, আরএমও এবং মেডিকেল অফিসারদের সাথে পুলিশ সুপারের এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।

আজ রবিবার ৩ অক্টোবর হবিগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সব ধরণের মামলার দ্রুত নিরোসনের লক্ষে সকলের সহযোগিতা কামনা করা হয়।

পুলিশ সুপার এস এম মুরাদ আলির সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল, হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আমিনুল হক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারসহ সহকারী পুলিশ সুপারবৃন্দ ও সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।