আজ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ মাহবুব আলী এমপি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মানিত জেলা প্রশাসক ইশরাত জাহান।
এসময় আরও উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম, জনাব নূরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, জেলার দপ্তর প্রধানগণ, দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সম্মানিত রাজনীতিবিদবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, গুণীজন প্রমুখ।
আলোচনা সভা শেষে ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।