ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে আজমিরীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, মৎস্য কর্মকর্তা আলম কর্তৃক মাছরাঙা টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ ও বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের হবিগঞ্জ জেলা প্রতিনিধি বদরুল আলমের উপর ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা করা হয়।
সেই প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২৮ জুলাই) আজমিরীগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে এ আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা দ্রুত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করাসহ হবিগঞ্জের দুই সাংবাদিকের উপর করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, অনতিবিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।
আজমিরীগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি সেন্টু আহমেদ জিহানের সভাপতিত্বে ও আজমিরীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তোফাজ্জল আহমেদ অনিকের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবায়দুর রহমান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ সভাপতি ফরহাদ চৌধুরী, সহ সভাপতি আবু হেনা, ক্রীড়়া সম্পাদক কামরুল হাসান কুহিন, সাংবাদিক এনামুল হক মিলাদ প্রমুখ ৷