১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০৬

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

আজমিরীগঞ্জে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

কামাল আহমদ সৌরভঃ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আজমিরীগঞ্জ উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মর্ত্তুজা হাসান, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আজমিরীগঞ্জ হবিগঞ্জ জনাব মোঃ মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, আজমিরীগঞ্জ উপজেলা। জনাব নূরুল ইসলাম অফিসার ইনচার্জ আজমিরীগঞ্জ থানা, জনাব মোঃ মমিনুর রহমান সজীব, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আজমিরীগঞ্জ উপজেলা। সীমা রাণী সরকার ভাইস চেয়ারম্যান আজমিরীগঞ্জ উপজেলা। মুক্তিযুদ্ধা আলকাস মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দল এর নেত্রীবৃন্দ।

আজমিরীগঞ্জে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

বক্তাদের বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভরাট কণ্ঠের এই আওয়াজে আজ সারা দেশ মুখর হবে। আজ ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) ১৯ মিনিটের এক জাদুকরি ভাষণে বাঙালি জাতিকে স্বপ্নে বিভোর করেছিলেন বঙ্গবন্ধু। এরপরই সশস্ত্র মুক্তিযুদ্ধ, ৯ মাসের লড়াই এবং স্বাধীনতা অর্জিত হয়।

ওই দিন বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের ডাক দেন। এদিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব, ইনশা আল্লাহ।’

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র/ছাত্রী ৭ই মার্চের উপলক্ষে চিত্র অঙ্কন, গান,৭ই মার্চের ভাষণ সহ বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন। পরিশেষে বিজয়ীদেরকে পুরস্কার তুলেদেন আমন্ত্রিত নেত্বিবৃন্দ।