জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

আজমিরীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে

ঢাকা থেকে আজমিরিগঞ্জ আসার পথে শিবপাশা নুরপুর জামে মসজিদের সামনে যাত্রীবাহী লাকি পরিবহনের একটি বাস চাকা নষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়, এতে কয়েকজন যাত্রী সামান্য আহত হন।

শনিবার ১৪ আগস্ট সকাল ৬টার সময় লাকী পরিবহনের এ বাসটি বেপরোয়া গতিতে গাড়ী চালানোর কারণে চাকা নষ্ট হয়ে শিবপাশা নুরপুর এলাকায় এদূর্ঘটনার শিকার হয়।

দূর্ঘটনার শিকার বাসের যাত্রীরা জানান, ঢাকা থেকে আসা লাকী পরিবহনের এ বাসটি খুব দ্রুত গতিতে চলছিল, একদিকে বৃষ্টির পানিতে রাস্তা ভেজা অন্যদিকে গাড়ীটি বেপরোয়া গতিতে চলার কারণে চাকা ভেঙ্গে এ দূর্ঘটনা ঘটে। এতে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।

এব্যাপারে আজমিরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হবিগঞ্জ নিউজকে জানান, শুনেছি লাকী পরিবহনের একটি গাড়ীর চাকা নষ্ট হয়ে রাস্তার পাশে পড়েছে, তবে এব্যাপারে আমাদের কাছে কেউ কোন অভিযোগ করে নাই।