১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ১২:১২

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে লাল সবুজের গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করব দেশটা’ এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ মাধবপুর উপজেলার অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনে ফলজ গাছের চারা বিতরণ করেছে সামাজিক সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।

শনিবার সকালে বিদ্যালয় মাঠে সংগঠনটির আয়োজনে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোঃ ওয়ালিদ মিয়া, সাংবাদিক হামিদুর রহমান, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, হবিগঞ্জ জেলা শাখার নারী সম্পাদিকা হ্যাপী আক্তার, সদস্য সালমার শ্রাবন, মাসুদুর রহমান, জহিরুল ইসলাম শাহীন, আতিকুর রহমান শান্ত ও তানভীর সামি প্রমুখ।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম বলেন, ‘লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা তাদের জমানো টাকায় গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি শুরু করেছেন। আগামী তিন মাস এ কার্যক্রম সারাদেশে পরিচালনা করা হবে। গত ৫ বছরে সংগঠনটি ৪ লাখ গাছের চারা রোপণ ও বিতরণ করেছেন।

এ বছরও সারাদেশে লাল সবুজের স্বেচ্ছাসেবীরা ১ লাখ গাছের চারা বিতরণ করবে বলে জানান।