১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৫৯

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে ১৫ টাকা বেশী লাভে ৪ হাজার টাকা জরিমানা

সয়াবিন তেলে অতিরিক্ত মূল্য রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জে অভিযোগের ভিত্তিতে এক দোকানীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। গত ২৬ ডিসেম্বর ২০২১ তারিখে বরিউল ইসলাম নামে এক ক্রেতা এ অভিযোগ দায়ের কারেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ বাজারের শেরপুর রোডের মাধুরী স্টোর থেকে অভিযোগকারী রবিউল ইসলাম ২লিটার সয়াবিন তেল ক্রয় করেন। বোতলের গায়ে মূল্য লেখা ছিল ২৮৫ টাকা, কিন্তু দোকানী তার কাছ থেকে ৩০০ টাকা দাম রাখেন।

এরই প্রেক্ষিতে ২৬ ডিসেম্বর তারিখে ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ে অভিযোগ দায়ের করেন রবিউল ইসলাম । অভিযোগের আলোকে বুধবার (২৬ জানুয়ারী) উভয় পক্ষের বক্তব্য শুনে সহকারী পরিচালক দেবানন্দ সিনহা মাধুরী স্টোরের মালিককে ৪ হাজার টাকা জরিমানা করেন।

সরকারী নির্দেশনা অনুযায়ী অভিযোগকারীকে তাৎক্ষনিক ২৫% (১ হাজার) টাকা প্রদান করা হয়।