মহান ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসুচী পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় গ্রন্থাগার মিলনায়তনে এক আলোচনা সভা অনষ্টিত হয়।
গ্রন্থাগার সভাপতি মাস্টার মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাংবাদিক মো. আশিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহন করেন এডভোকেট শেখ শোয়াইব আহমদ, সুফিয়া মতিন মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শিব্বির আহমদ, মুরাদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন মহসিন, মদিনা ক্রিয়েটিভ স্কুলের প্রধান শিক্ষক মঈন উদ্দিন, গ্রন্থাগারের নির্বাহী কমিটির সদস্য এমদাদুল হক ও মীর মহিউদ্দিন, সিঙ্গাপুর প্রবাসী মোঃ শাহজাহান মিয়া প্রমুখ।
বক্তাগন, মহান ভাষা দিবসের তাৎপর্য উল্লেখ করে বলেন, পৃথিবীর ইতিহাসে একমাত্র বাঙালি জাতিই ভাষার জন্য প্রান দিতে হয়েছে। ৫২ সালে পাকিস্তানী শাসকরা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে মাতৃভাষা রক্ষা করেছ। ২১ শে ফেব্রুয়ারি বাঙ্গালী জাতীর আত্ম মর্যাদার প্রতীক।