হবিগঞ্জ পৌরসভার নির্বাচনে সহিংসতায় আহত বানিয়াচং উপজেলা যুবলীগের নেতৃবৃন্দর চিকিৎসার খোজ খবর নিয়েছেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
আহত নেতৃবৃন্দদেরকে দেখতে ও তাদের চিকিৎসার খবর নিতে ১ মার্চ সোমবার সাড়ে ৩টায় বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে যান কাসেম চৌধুরী।
এ সময় তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমেদ ও উপজেলা যুবলীগের সদস্য কাওসার আহমেদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোজ খবর নিয়েছেন।
আহত যুবলীগ নেতৃবৃন্দ জানান, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমানের লোকজন অতর্কিতভাবে হামলা করে তাদেরকে আহত করেছেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরীর সাথে এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাধারন সম্পাদক খলিলুর রহমান, শেখ জোবায়ের জসিম প্রমূখ।