১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৯:০০

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুর কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে বিভাগীয় মামলা

হবিগঞ্জের মাধবপুর কৃষি ব্যাংকের ভুয়া ঋণ বিতরণ করে ও গ্রাহকদের কাছ থেকে সুবিধা নিয়ে ঋণ দেয়ার অভিযোগে ৪ কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছেন উধ্বর্তন কর্তৃপক্ষ। বেড লোনের কারণে কয়েকজন কর্মকর্তার নামে কৃষি ব্যাংকের হেড অফিস থেকে এ মামলাটি হয়।

মাধবপুর কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক (এজিএম) মুহাম্মদ মোস্তফা জামান জানান, মাধবপুর কৃষি ব্যাংক থেকে পূর্বে অনেক বেড লোন দেয়া হয়েছে। বিশেষ করে ২০০৭-২০১৪ সালের মধ্যে ব্যাপক বেড লোন দেয়া হয়। এ সময় কিছু কর্মকর্তা-কর্মচারি আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। ঋণ পরিশোধ না করায় ৬৯ জন গ্রাহকের নামে মামলা করা হয়েছে। তাছাড়া ঋণ পরিশোধ করতে ৪ হাজারের মত গ্রাহককে নোটিশ করা হয়েছে।

তিনি বলেন, ‘এমন কিছু ব্যক্তিকে লোন দেয়া হয়েছে যাদেরকে খোঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে ৪ জন কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। এ মামলার ফলে অভিযুক্তরা কোন পেনশন সুবিধা পাবে না। তবে কোন কোন কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে মামলা হয়েছে সেই বিষয়ে তিনি বলতে রাজি হননি।