জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ হাকিম অসুস্থ হয়ে হাসপাতালে

হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক এমএ হাকিম হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত রবিবার রাত ১২ টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে সহকর্মীরা তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে সিলেট রেফার্ড করেন।

পরে রাত ৩টার দিকে তাকে ওসমানি মেডিকেলের হৃদরোগ বিভাগের সিসিইউতে ভর্তি করা হয়। তিনি হৃদরোগ বিভাগের ১৬নং ওয়ার্ডের ২১নং বেডে চিকিৎসাধীন আছেন।

তবে চিকিৎসক জানিয়েছেন, আপাতত তিনি আপাতত বিপদমুক্ত। তার সুস্থতা কামনায় জেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।