হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া থেকে দুই জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় নগদ টাকাসহ তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
গতকাল শনিবার রাত ১০ টার দিকে ডিবির ওসি আল আমিন অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটকরা হল গোবিন্দপুর গ্রামের আনু মিয়া চেয়ারম্যানের ভাতিজা নুরুজ্জামান (২৫) ও রতন (২৮)।
ডিবির ওসি মানিকুল ইসলাম জানান, একদল জুয়াড়ি দীর্ঘদিন ধরে এড়ালিয়াসহ সদর উপজেলার বিভিন্নস্থানে জুয়ার আসর বসাতো। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের অভিযান চালায়।
ওসি মানিকুল ইসলাম জানান, তাদের অভিযান অব্যাহত থাকবে।


