১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ১:১৯

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে ৬ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ ২ যুবক আটক

হবিগঞ্জে ৬ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির সাপের বিষসহ ২ যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১১ জুলাই) রাতে সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া গ্রামের আব্দুল বারিকের ছেলে জসিম উদ্দিন (৩৪) এবং একই গ্রামের এজাবত আলীর ছেলে আলা উদ্দিন (২৪)। পরে সোমবার (১২ জুলাই) হবিগঞ্জ সদর মডেল থানায় র‌্যাব বাদী হয়ে মামলা দিয়ে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ সূত্রে জানা যায়, তারা দেশের বিভিন্ন স্থান থেকে সাপের বিষ সংগ্রহ করে দীর্ঘদিন ধরে পাচার করে আসছে একটি সংঘবদ্ধ চক্রের সাথে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব।

এসময় তাদের কাছ থেকে প্রায় ৯ কেজি বিভিন্ন প্রজাতির সাপের বিষ উদ্ধার করা হয় এবং আটক করা হয় ২জনকে। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।

সদর থানার সেকেন্ড অফিসার জুয়েল আহমদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এগুলো নিজেদের বলে স্বীকার করে এবং এগুলো কোবরা সাপের বিষ বলে পুলিশকে জানিয়েছেন।