১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ৭:০৮

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে ৩০০ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরন

হবিগঞ্জের মাধবপুরে স্বাস্থবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ৩০০ জন অসহায় দুস্ত কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে পূবালী ব্যাংকের অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা টিএমএসএস এর সার্বিক ব্যবস্থাপনায় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ও পৌর মেয়র হাবিবুর রহমান মানিক অসহায় কর্মহীনদের হাতে ত্রান সামগ্রী তুলে দেন।

ত্রান সামগ্রীর মাঝে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু,১ কেজি মুড়ি,৪ টি সাবান,২ কেজি তেল, ১ কেজি মুশারী ডাল,১ কেজি লবন।

টিএমএসএস মাধবপুর শাখার আয়োজনে অনুষ্ঠানে সিলেট ডোমিন প্রধান এস এম বাবুল আহমেদ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিল টিএমএসএস এর সিলেট বিভাগের পরিচালক বজলুর রহমান, সহকারী ডোমেন প্রধান সিলেট বিভাগ শাহীন মিয়া, জোন প্রধান কাশেদুল জান্নাত, আঞ্চিলক ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক আবু সাঈদ প্রমুখ।