হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডে পরিবেশের ভারসাম্য রক্ষায় গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে BAES সোলার লিমিটেড এর পক্ষ থেকে পৌরসভার 9টি ওয়ার্ডে 10টি করে মোট 90 টি সোলার লাইট দেয়া হয়েছে।
পৌরসভার ৩ নং ওয়ার্ডের গুচ্ছগ্রামের রাস্তায় সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপনের মাধ্যমে মেয়র মোঃ হাবিবুর রহমান মানিক এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিতি ছিলেন BAES সোলার লিমিটেডের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, এমডি আশরাফ আহমেদ চৌধুরী, ডিরেক্টর মাসহুদুল হাসান চৌধুরী, ডিরেক্টর রফিকুল হোসেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন পৌরসভার সচিব আমিনুল ইসলাম,পৌরসভা প্রধান নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, কাউন্সিলর বাবুল হোসেন, হাকিম মিয়া, মোবারক হোসেন, শেখ জহিরসহ স্থানীয় ব্যক্তিবর্গ।


