জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে গাজা আর ফেনসিডিলসহ আটক ১জন

হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি প্রসেনজিৎ চন্দ্র শীল (২৭) নামে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ২৮ অক্টোবর ভোর রাতে তাকে আটক করা হয়। আটককৃত প্রসেনজিৎ চন্দ্র শীল মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ গ্রামের প্রবীর চন্দ্র শীলের পুত্র।

এবিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোরে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই জিয়াউর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ গ্রামে প্রসেনজিৎ চন্দ্র শীলের বাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে তার কাছে থাকা ১২০ বোতল ফেনসিডিল এবং ১ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে আসামীর বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান।