জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গুরুতর আহত অনেক

হবিগঞ্জের মাধবপুর শাহপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন ১ জন গুরুতর আহত অনেকে।

আজ রবিবার ৬ ফেব্রুয়ারি বেলা ২টা ৪০ মিনিটে মাধবপুরের শাহপুর হরিতলা মাদ্রারাসা গেইট এলাকায় নোয়াপাড়া গামী সেভেনসিটার কে সিলেট গামী একটি কুমিল্লা ট্রাসপোট নামক বাসের সাথে মুখামুখি সংঘর্ষ হলে গঠনাস্হলে সেভেনসিটারের চালক নিহত হন এবং গুরুতর আহত হন অনেকেই।

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গুরুতর আহত অনেক
নিহত চালক।

রোড এক্সিডেন্টের খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও মাধবপুর এবং শায়েস্তাগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় পড়ে থাকা গাড়ির যাত্রীদের নিকটস্থ হাসপাতালে পাঠান ও রোডের যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

হাইওয়ে পুলিশ কর্মকর্তা বলেন, নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি , পরে জানিয়ে দেওয়া হবে।