কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশে ( ক্যাব) হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে৷
কমিটি গঠন উপলক্ষে আজ ১২ ফেব্রুয়ারী শনিবার দুুপুরে শহরের সাম্পান রেস্টুরেন্টে ক্যাব হবিগঞ্জ জেলা শাখার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়৷
হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক মমতা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যানমোঃ দেওয়ান মিয়ার সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক শরিফ চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ক্যাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রফেসর সৈয়দ মিজানুর রহমান৷
প্রধান বক্তা ছিলেন ক্যাব সিলেট বিভাগীয় সভাপতি মোঃ জামিল চৌধুরী৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইংল্যান্ডের বিশিষ্ট কমিউনিটি লিডার, আইএমও প্রতিনিধি ড.মোঃ শাহনেওয়াজ,জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপু৷
সভায় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দেওয়ান মিয়াকে সভাপতি, এডভোকেট মোঃ আশরাফুল আলমকে সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক শরিফ চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ক্যাবের হবিগঞ্জ জেলা কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিজানুর রহমান৷
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সহসভাপতি মোফাজ্জল হায়দার চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল হাই, কোষাধ্যক্ষ সৈয়দ তানভীর রহমান,প্রেস সেক্রেটারি সিরাজুল ইসলাম জীবন ও মহিলা বিষয়ক সম্পাদিকা ফয়জুন্নাহার তাম্মিম প্রমূখ৷
ক্যাব জেলা কমিটির উপদেষ্টারা হলেন হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, ড.শাহনেওয়াজ ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপু৷