জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বা‌নিয়াচং থানার অ‌ভিযা‌নে পলাতক আসামী গ্রেফতার

হবিগঞ্জের বানিয়াচংয়ে সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বা‌নিয়াচং থানা পুলিশ।

(১৪ ফেব্রুয়া‌রি )সোমবার দিবাগত রাতে বানিয়াচং থানা পুলিশের রাত্রিকালীন বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাকা‌রিয়া মিয়া (৪৫)কে গ্রেপ্তার করা হয়। সে মারামা‌রি মামলার ৪ মা‌সের সাজাপ্রাপ্ত আসামী।

আসামি মোঃ বাকা‌রিয়া উপজেলা সদরের এরা‌লিয়াপাড়া গ্রামের ছ‌ুরত মিয়ার পুত্র।বানিয়াচং থানা সূত্রে জানা যায়,গত সোমবার রাতে বানিয়াচং থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত)মোঃ ক‌বির হো‌সে‌নের দিক নির্দেশনায় এএসআই রিমন ঘো‌ষের এর সংগীয় ফোর্সের সহায়তায় আসামীর নিজ বা‌ড়ি থে‌কে হতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরান হোসেন জানান, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন। তিনি আরো বলেন, সকল প্রকার অপরাধ দমনে নিয়মিত এই অভিযান অভ্যাহত থাকবে।।