হবিগঞ্জে মাধবপুর উপজেলার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার ও মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদের পক্ষ থেকে বেঞ্চ দেয়া হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান ও উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন উপস্থিত থেকে মোট ২৬২ জোড়া বেঞ্চ বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, ইউডিএফ মোঃ আল মামুন, এলজিইডি অফিসের সার্ভেয়ার সোহেল রানাসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।