জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

ঢাকা মিডফোর্ড হত্যাকাণ্ড ও রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে হবিগঞ্জে মশাল মিছিল

ঢাকা মিডফোর্ড এলাকায় সাম্প্রতিক হত্যাকাণ্ড, চাঁদাবাজি, দখলদারি ও রাজনৈতিক শেল্টারে সহিংসতার প্রতিবাদে হবিগঞ্জে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বাদ মাগরিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং সাম্প্রতিক ঘটনাগুলোর তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য প্রদান করা হয়।

মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছাড়াও ইসলামী ছাত্র আন্দোলন, হবিগঞ্জ জেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, “রাজনৈতিক ছত্রছায়ায় দখল, চাঁদাবাজি ও হত্যাকাণ্ড দেশের শান্তিপূর্ণ পরিবেশকে হুমকির মুখে ফেলছে। আমরা এর বিরুদ্ধে ছাত্র সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।”