জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাই থানার ওসি মোঃ বন্দে আলী হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী ‘হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পুলিশি কর্মকাণ্ডে দক্ষতার স্বীকৃতি স্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

 

সোমবার (১৪ জুলাই) হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় ওসি মোঃ বন্দে আলীর হাতে শ্রেষ্ঠ ওসি নির্বাচনের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান।

 

অভিন্ন মানদণ্ড অনুসরণ করে জেলার বিভিন্ন থানার কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে তাকে এই সম্মান প্রদান করা হয়।

 

এ বিষয়ে অনুভূতি জানতে চাইলে ওসি মোঃ বন্দে আলী বলেন, “এই অর্জন ব্যক্তিগত নয়—এটি পুরো লাখাই থানা পুলিশের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি শুধু আমার অবস্থান থেকে দায়িত্ব পালন করেছি। ভবিষ্যতেও যেন আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারি, সেজন্য সবার সহযোগিতা কামনা করি।”

 

ওসি মোঃ বন্দে আলীর এই সম্মাননা লাখাই উপজেলার সাধারণ মানুষের মাঝে গর্ব ও আনন্দের অনুভূতি সৃষ্টি করেছে। স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন।