জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

যথাযথ মর্যাদায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫। মঙ্গলবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কর্মসূচির সূচনা হয় সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।

র‍্যালি শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একাডেমিক ভবনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।

বক্তব্যে উপাচার্য বলেন,

“৫ আগস্ট—একুশ শতকের বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। দেশের জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্ম, যে সাহস ও প্রত্যয়ে অন্যায়-অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তা যুগে যুগে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সরকার ৫ আগস্ট তথা ৩৬ জুলাইকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে, যা আমাদের জাতীয় চেতনাকে আরও বেগবান করবে।”

তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় সকলকে দোয়ার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ভাঙ্গাপুল এলাকার ভাদৈ জামে মসজিদে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।