দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মতিন বক্স এবং হবিগঞ্জ জেলা বিএনপির নবীগঞ্জ পৌর শাখার সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য ছাবির আহমদ চৌধুরীকে দলীয় সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়েছে।
আজ শুক্রবার (২২ আগস্ট) দলের কেন্দ্রীয় দপ্তর থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত দুই নেতাকে তাদের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।