হবিগঞ্জের লাখাই উপজেলায় ইয়াবাসহ এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহল দল। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দলের ভাবমূর্তি নষ্টের অভিযোগে তাকে বহিষ্কারের দাবি উঠেছে।
ঘটনাটি ঘটে গতকাল রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালাউক বাজার ফায়ার সার্ভিস অফিসের সামনে। যৌথ টহল দল সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে লাখাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিব মিয়া ও তার সহযোগী তাজুল মিয়াকে আটক করে।
লাখাই থানা সূত্রে জানা গেছে, আটককৃতদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় সাত পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক হাবিব মিয়া লাখাই উপজেলার মুরিয়াউক গ্রামের বাসিন্দা এবং তাজুল মিয়া ভাদিকারা চানপাড়ার বাসিন্দা।
লাখাই থানার এএসআই শুভ বণিক বলেন—
“পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে সন্দেহভাজন হাবিব মিয়া ও তাজুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের পাশ থেকে সাত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।”
হাবিব মিয়ার গ্রেপ্তারের পর থেকেই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই বলছেন, যারা দলের পদ-পদবিতে থেকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত হয়ে দলের ভাবমূর্তি নষ্ট করছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।