হবিগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে ২য় সেমিস্টার পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।
আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় হবিগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে ২য় সেমিস্টার পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাক্তন চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার মনসুর রশিদ কাজল। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মীর এ. কে. এম জমিলুন্নবী ফয়সাল।
ফলাফল ঘোষণার পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষকবৃন্দ। এতে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবকরাও অংশগ্রহণ করেন।
অধ্যক্ষ তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও সততার মাধ্যমে আলোকিত সমাজ গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা দেশের ভবিষ্যৎ উন্নয়নের মূল চালিকাশক্তি।
অভিভাবকরাও শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানটির উন্নয়নে অব্যাহত সহযোগিতা করার আশ্বাস দেন।
সার্বিকভাবে অনুষ্ঠানটি ছিলো উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পরিপূর্ণ।