হবিগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার অদ্য সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ) রাজনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি পুলিশের প্রতি বিভিন্ন নেতিবাচক ধারণা প্রশমন করতে কোমলমতি শিক্ষার্থীদের নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, স্কুল থেকে পালিয়ে যাওয়া ও সামাজিক অপরাধ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময়কালে পুলিশ সুপার শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পড়ালেখার মানোন্নয়নে তাদের মতামত শোনেন। একইসাথে জীবনের লক্ষ্য ও স্বপ্ন পূরণে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের মাঝে ভিন্ন ভিন্ন সফল জীবনের গল্প তুলে ধরে সঠিক পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।