জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

ভুল তথ্য প্রচার ও হিকমাহ

ভুল তথ্য প্রচার: আধুনিক ডিজিটাল যুগে তথ্যের সহজলভ্যতার কারণে সত্য-মিথ্যা যাচাই না করেই অনেকেই খবর বা পোস্ট শেয়ার করেন। এর ফলে মিথ্যা প্রচার দ্রুত ছড়িয়ে পড়ে এবং সমাজে বিভ্রান্তি, বিশৃঙ্খলা এমনকি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যা একজন সুনাগরিক, একজন প্রকৃত মুসলমানের জন্য অনুচিত।

হিকমাহ (জ্ঞান ও প্রজ্ঞা) হলো এমন একটি গুণ, যা মানুষকে সত্য-মিথ্যা পার্থক্য করতে সাহায্য করে। আল-কুরআনে আল্লাহ তা‘আলা ইরশাদ করেছেন—

“যাকে ইচ্ছা তিনি হিকমাহ দান করেন, আর যাকে হিকমাহ দান করা হয়েছে, তাকে বিরাট কল্যাণ দান করা হয়েছে।” (সূরা আল-বাকারাহ: ২৬৯)

অর্থাৎ, হিকমাহ মানুষকে তথ্য যাচাই করার ক্ষমতা দেয়, যাতে সে ভুল পথে না যায় এবং অন্যকে বিভ্রান্ত না করে।

ভুল প্রচারে কিছু ক্ষতি;

  • মানুষের মধ্যে অযথা আতঙ্ক ও ভীতি তৈরি হয়।
  • ব্যক্তির সুনাম নষ্ট হতে পারে।
  • সমাজে বিভাজন ও বিদ্বেষ ছড়ায়।
  • রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ে।

সমাধান কী?

  • যেকোনো তথ্য শেয়ার করার আগে উৎস যাচাই করা।
  • মিথ্যা খবর বা গুজব দেখলে তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করা।
  • ইসলামী শিক্ষা অনুযায়ী সত্য কথা প্রচার করা এবং অন্যকে বিভ্রান্ত না করা।

কোরআনে বলা হয়েছে— “তোমরা যদি কোনো সংবাদ পাও, তবে তা যাচাই করো, যাতে অজ্ঞতাবশত কাউকে ক্ষতি না করে বসো এবং পরে অনুতপ্ত না হও।” (সূরা আল-হুজুরাত: ৬)

আল্লাহ যেনো আমাদেরকে সঠিক তথ্য প্রচার করার মতো যথেষ্ট জ্ঞান দান করেন এবং মিথ্যা তথ্য প্রচার করা থেকে বিরত রাখেন। আমিন।