জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে ব্যবসায়ীর কাছে আওয়ামী লীগ নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি; থানায় অভিযোগ

 

হবিগঞ্জের মাধবপুরে ব্যবসায়ী মোঃ এনামুল হকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এনামুল হক এর কাছে চাঁদা দাবি করেছেন মাধবপুর উপজেলার ৯নং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা নুরুল হাসান তপু বিরুদ্ধে অভিযোগ করেছেন।

 

‎এনামুল হক বলেন, চাঁদা দিতে অস্বীকার করলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ উল্লেখ করেন। বাদী এনামুল হক বিবাদী তপুর বিরুদ্ধে গত ২০ সেপ্টেম্বর মাধবপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

IMG 20250922 WA0019
অভিযোগ পত্র।

‎অভিযোগে এনামুল হক উল্লেখ করেন, গত ১৮ সেপ্টেম্বর রাত পৌনে ১০টায় তাকে এই হুমকি দেওয়া হয় তাঁকে। তিনি চাঁদা দিতে রাজি না হওয়ায় পরের দিন, অর্থাৎ ১৯ সেপ্টেম্বর রাত ১২টা ৪৫ মিনিটে তার অবর্তমানে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালানো হয়!

‎অভিযোগ অনুযায়ী, নুরুল হাসান তপু ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানের লোহার পাইপ ও অন্যান্য যন্ত্রপাতি ভাঙচুর করে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি সাধন করেছেন বলে তিনি জানান।

 

‎একই সঙ্গে তার দোকান থেকে ৫০টি ১২ ইঞ্চি লোহার পাইপ চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

‎এনামুল হক আরও জানান, চাঁদা না দিলে আবারও তার ব্যবসায় প্রতিষ্ঠান ও পরিবারের সদস্যদের ওপর হামলা করা হবে, মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হবে এবং সুযোগ পেলে তাকে মেরে লাশ গুম করে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।

‎এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য নুরুল হাসান তপু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তিনি কারো কাছে কোনো চাঁদা দাবি করেননি এবং ভাঙচুরের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন এবং সত্যতার ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।