হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরের রাসেল মার্কেটে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় মূলহোতা জিয়াউর রহমান (৩৬) ও জসিম আহমেদ (৪০) কে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব জানায়, গত ৩১ আগস্ট সকাল ৯টার দিকে আসামিরা ব্যবসায়ীদের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় দোকান থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয়। পরে ২০ সেপ্টেম্বর পুনরায় দেশীয় অস্ত্রসহ হামলা চালিয়ে দোকান ভাঙচুর, আসবাবপত্র নষ্ট ও প্রায় ৭০ হাজার টাকা লুট করে। এ ঘটনায় রাসেল মার্কেটের মালিকের পক্ষ থেকে মামলা দায়ের হলে র্যাব ছায়া তদন্ত শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর থানাধীন বেবিস্ট্যান্ড ঘোষপাড়া এলাকা থেকে তাদের আটক করে র্যাব-৯।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।