মুজাহিদ মসি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সোনাই নদীর পাড়ঘেষা এলজিইডি রাস্তার গাছগুলো দিনে-দুপুরে কেটে ফেলা হচ্ছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায়, সরকারি রাস্তার পাশে অন্তত দুটি গাছ কাটা হচ্ছে। এতে নদীর পাড় দুর্বল হয়ে পড়ায় রাস্তাটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গাছ কাটার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় ফজল মিয়া নামের এক ব্যক্তি। তিনি দাবি করেন, “গাছগুলো আমি নিজেই লাগিয়েছি, তাই কাটছি।”
স্থানীয় ওয়াইল্ডলাইফ অ্যাক্টিভিস্ট বিশ্বজিৎ পাল বলেন, “শুধু সোনাই নদীর পাড়েই নয়, পার্শ্ববর্তী বহরা ইউনিয়নসহ মাধবপুরের বিভিন্ন স্থানে রাতের আঁধারে শত শত সরকারি গাছ কেটে ফেলা হচ্ছে। এসব ঘটনায় সরকারি পর্যায়ে জরুরি তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন।”
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম বলেন, “বিষয়টি আপনার মাধ্যমে নোট করলাম। এটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের অভিযোগ, সরকারি রাস্তার পাশের গাছগুলো নদীর পাড়কে রক্ষা করে। এসব গাছ কেটে ফেললে পাড় ভেঙে যেতে পারে এবং সামান্য বৃষ্টিতেই রাস্তা ধসে পড়ার আশঙ্কা তৈরি হবে।