জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (জিএসডি) কেন্দ্রীয় সংসদের অনুমোদনে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

গত মঙ্গলবার (০৭ অক্টোবর ২০২৫) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

 

নতুন কমিটিতে – আহ্বায়ক : আবিদুর রহমান রাকিব এবং সদস্য সচিব হিসাবে আশরাফুজ্জামান রিয়াজ কে নির্বাচিত করা হয়।

এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন: মাহফুজ চৌধুরী এবং যুগ্ন আহ্বায়ক হিসাবে, মশিউর রহমান টিপু, জুনায়েদ হোসেন, মোজাক্কীর হোসেন ইমন, আজহারুল ইসলাম রক্সী, শিমুল হাসান, ফাহিম খান, রিয়াজুল ইসলাম রবিন, সাইফুর রহমান শামীম, ফয়েজ আহমেদ, মোবাশ্বির আহমেদ লিটন, ফারদিন ইসলাম তাহসিন, সালমান মিয়া, জোবায়ের আহমেদ, শাহ মো. মুবিন, শাহরিয়ার ওয়াসিম, সুলতান আহমেদ রিয়াদ, আসাদুজ্জামান মবিন, এনাম শাহ মাহি, জাবের আহমেদ, আব্দুল্লাহ হোসাইন রানা, এমদাদুল হক, হাসিম চৌধুরী রিহান, রেদোয়ান তালুকদার, শাহজাহান মিয়া ও শুভ আহমেদ বাপ্পি,  সুপ্রসন্ন দেব।

সদস্য: আবুল কায়ের দিপু, মোস্তাফিজুর তানিম, মুশফিকুর রহমান অপু, তৌহিদুল তাইফ, মইনুল ইসলাম মইন, লিজা আক্তার সোনিয়া, কাজী তনীমা হক পুনম, নাজমিন আক্তার পৃথিলা, সানজিদা আক্তার লিপি, রিয়াজ মিয়া, মাসেদুর রহমান হাসান।

কেন্দ্রীয় অনুমোদনের মাধ্যমে ঘোষিত এ কমিটি আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।