জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

রেঞ্জ ডিআইজি, সিলেট রেঞ্জ জনাব মোঃ মুশফেকুর রহমানের হবিগঞ্জ সফর

আজ বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সিলেট রেঞ্জ পুলিশের  উপমহাপরিদর্শক (ডিআইজি) জনাব মোঃ মুশফেকুর রহমান, ডিআইজি সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, হবিগঞ্জ জেলা সফর করেন।

সফরকালে তিনি হবিগঞ্জ জেলা পুলিশের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের নবনির্মিত মেস উদ্বোধন, বানিয়াচং সার্কেল অফিসের দ্বি-বার্ষিক পরিদর্শন এবং হবিগঞ্জ জেলা পুলিশের হিসাব শাখা পরিদর্শন করেন।

বেলা ১১টা ৪৫ মিনিটে ডিআইজি  পুলিশ লাইন্সে পৌঁছালে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মেস উদ্বোধন করেন এবং ট্রেনিং কার্যক্রমের মানোন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পরে ডিআইজি  বানিয়াচং সার্কেল অফিস ও হিসাব শাখা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সরকারি নথিপত্রসমূহ পর্যালোচনা করেন এবং প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা বৃদ্ধির বিষয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, সার্কেল অফিসারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ।

ডিআইজি  এই সফর জেলা পুলিশের মনোবল বৃদ্ধি ও প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।