জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জ ও বাহুবলে ইসলামী ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ইবাদুর রহমান:

ছাত্র সংযোগ মাস উপলক্ষে ইসলামী ছাত্রশিবির হবিগঞ্জ জেলার নবীগঞ্জ ও বাহুবল উপজেলা শাখার উদ্যোগে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ এবং ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহিন আহমদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আশরাফ আলী, ইসলামী ছাত্রশিবির হবিগঞ্জ জেলা সভাপতি হোসাইন আহমদ, সাবেক জেলা সভাপতি মীর জমীনুন নবী ফয়সাল, সাবেক জেলা সভাপতি হাফেজ মিজানুর রহমান, জেলা শিবিরের এইচআরডি সম্পাদক সাইদুর রহমান এবং প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম সুজন।

এছাড়াও উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি জুবায়ের আহমেদ, পূর্ব শাখার সভাপতি আব্দুল লতিফ মাসুম, বাহুবল উপজেলা শিবিরের সভাপতি ফয়জুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র সংযোগ মাসকে গণিমতের সুযোগ হিসেবে কাজে লাগিয়ে সাধারণ ছাত্রদের মাঝে ব্যাপক দাওয়াতি কার্যক্রম জোরদার করতে হবে। তারা বলেন, আগামীর বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হলে ছাত্রসমাজকে আদর্শিক ও নৈতিকভাবে গড়ে তোলা অত্যন্ত জরুরি।

বক্তারা আরও বলেন, শিক্ষাঙ্গনে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠায় ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা আরও সুদৃঢ় করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে ‘দাঁড়িপাল্লার বিজয়’ নিশ্চিত করতে সর্বস্তরের ছাত্রদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।