আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ১৯টি আসনের প্রার্থী বণ্টনের হিসাব-নিকাশ চূড়ান্ত হয়েছে। ১০ দলীয় জোটের আসন সমঝোতার ভিত্তিতে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাকি ৯টি আসন ছেড়ে দেওয়া হয়েছে জোটভুক্ত অন্যান্য শরিক দলকে।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো— সিলেট বিভাগে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কোনো আসন দেওয়া হয়নি, যদিও সারাদেশে দলটিকে ৩০টি আসন ছেড়ে দিয়েছে জামায়াত।
সূত্র জানায়, সুনামগঞ্জ-৩ আসনটি সব দলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায় সুনামগঞ্জ-১ ও হবিগঞ্জ-৩ আসনেও জামায়াত প্রার্থী দিতে পারে। এতে করে সিলেট বিভাগে জামায়াতের প্রার্থী সংখ্যা ১০ থেকে বেড়ে ১২টিতে দাঁড়াতে পারে।
এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, জোটগত সমঝোতার ভিত্তিতে দলটি ১৭৯টি আসনে প্রার্থী দেবে। যদিও সংবাদ সম্মেলনে আসনভিত্তিক পূর্ণ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
সিলেট বিভাগে জামায়াতের প্রার্থীরা
সূত্র অনুযায়ী, সিলেট বিভাগে জামায়াতে ইসলামী যেসব আসনে প্রার্থী দিচ্ছে সেগুলো হলো—
সিলেট-১ (সিলেট সদর ও সিটি করপোরেশন) আসনে মাওলানা হাবিবুর রহমান,
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে মাওলানা লোকমান আহমদ,
সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে মো. জয়নাল আবেদীন,
সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনে মো. সেলিম উদ্দিন,
সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে মোহাম্মদ শিশির মনির,
সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে মো. শামছ উদ্দিন,
সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে আব্দুস সালাম মাদানী,
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে মোহাম্মদ আমিনুল ইসলাম,
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মো. সায়েদ আলী,
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনে মো. শাহজাহান আলী।
শরিক দলগুলোর প্রার্থী
সিলেট বিভাগে খেলাফত মজলিস পেয়েছে ৫টি আসন। এসব আসনে তাদের প্রার্থীরা হলেন—
সিলেট-২ আসনে মুহাম্মদ মুনতাছির আলী,
সিলেট-৫ আসনে মুফতী আবুল হাসান,
মৌলভীবাজার-৩ আসনে মোহাম্মাদ লুৎফুর রহমান কামালী,
হবিগঞ্জ-২ আসনে দলটির কেন্দ্রীয় আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ,
হবিগঞ্জ-৪ আসনে আহমদ আব্দুল কাদের।
এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে একটি আসন। মৌলভীবাজার-৪ আসনে দলটির প্রার্থী শেখ নূরে আলম হামিদী।
অন্যদিকে, সুনামগঞ্জ-৩ আসনটি উন্মুক্ত রাখা হয়েছে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের ইয়াসীন খান, এবি পার্টির সৈয়দ তালহা আলম এবং খেলাফত মজলিসের হাফেজ শেখ মোশতাক আহমদ।
শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায়, সিলেট বিভাগে তাদের জন্য নির্ধারিত দুটি আসনে নতুন করে প্রার্থী নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে জোট। এই আসন দুটি হলো— সুনামগঞ্জ-১ ও হবিগঞ্জ-৩।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেট বিভাগে জামায়াতের শক্ত সাংগঠনিক অবস্থান ও প্রবাসী ভোটারদের প্রভাব বিবেচনায় রেখেই এই আসন বণ্টন করা হয়েছে। বিশেষ করে সিলেটে এনসিপিকে কোনো আসন না দেওয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।


