জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র গুলাবারুদ সহ যুবক আটক

হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর গভীর রাতের অভিযানে ৩টি অস্ত্র গুলি ও অন্যান্য সরঞ্জাম সহ এক যুবককে আটক করা হয়।

 

জানা যায়, শনিবার দিবাগত গভীর রাত(২৫ জানুয়ারি) সেনাবাহিনীর চলমান অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের

(ভাঙ্গারপাড়)এলাকার আব্দুল মতিন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী।

 

এ সময় আব্দুল মতিন মিয়ার পুত্র ইকবাল মিয়া(৩৫)এর বসত ঘর থেকে ৩টি এয়ারগান

(অস্ত্র)ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

এর মধ্যে দু’টি এয়ারগান নষ্ট অবস্থায় ও একটি ভালো অবস্থায় উদ্ধার করা হয়।

 

সূত্রে জানা যায়,ইকবাল মিয়া এসব তৈরী ও মেরামতের কাজ করতেন।

 

পরে উদ্ধারকৃত মালামাল সহ আটক ইকবাল মিয়াকে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন সেনাবাহিনী।

 

সেনাবাহিনীর গোয়েন্দা সূত্র আরোপে জানান,তাদের এমন অপরাধ মূলক কর্মকান্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

ইকবাল মিয়াকে কি মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে এই বিষয়ে জানতে,থানার অফিসার ইনচার্জ(ওসি)

শরীফ আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তার কোন সাড়া পাওয়া যায় নাই।