জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড ; লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইটি দোকানের লক্ষ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

 

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালের দিকে পানিউমদা বাজারে কৃষি ব্যাংকের নিচে অবস্থিত সোনা মিয়ার মালিকানাধীন তিনতলা বিশিষ্ট মার্কেটের একটি লেপ-তুষকের দোকান ও পাশের একটি জুতার দোকানে আগুন লাগে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল দিকে হঠাৎ করে দোকান দুটিতে আগুন দেখতে পেয়ে বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজন দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন।

 

পরবর্তীতে বাহুবল উপজেলা ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

এই অগ্নিকাণ্ডে দোকান দুটির বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।