জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে ঘাদানিকের মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন

নিজস্ব প্রতিনিধিঃ ২৫ মার্চ, ভয়াল কাল রাত্রি। ৭১’সালের এই রাতে অপারেশন সার্চ লাইটের নামে পাকিস্তানী বাহিনী কর্তৃক বাংলার নীরিহ মানুষের ওপর চালানো নারকীয় নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদ ও আন্তজার্তিক স্বীকৃতির পাওয়ার দাবীতে সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ দুর্জয় স্মৃতি সৌধে মোমবাতি প্রজ্বলন করেছে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ হবিগঞ্জ জেলা শাখা।

সংশ্লিস্ট সংগঠনের আহবায়ক সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচীতে অংশ নেন, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত পুলিশ সুপার এস.এম ফজলুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, সদস্য সচিব সংস্কৃতিকর্মী ইয়াসিন খান, কন্ঠ শিল্পী সিদ্ধার্থ বিশ্বাস, কন্ঠ শিল্পী আবুল ফজল, সাংবাদিক টিপু চৌধুরী, সংস্কৃতিকর্মী পার্থ রায় প্রমুখ ব্যক্তিবর্গ।

আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোঃ জাকারিয়া,বিজ্ঞ এডিএম নুরুল ইসলাম সহ অনেক গণমান্য ব্যক্তিবর্গ। এদিকে তার আগে একই দিন রাতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের উদ্যোগে দুর্জ স্মৃতি সৌধে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করা হয়।

এতেও ডিসি মাহমুদুল কবীর মুরাদ,উপ-সচিব মোঃ সফিউল আলম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক, আইনজীবি মোহাম্মদ আলী পাঠান ও সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন সহ অনেক প্রগতিমনা মানুষ অংশ নেন।