হবিগঞ্জের সিভিল সার্জন জনাব ডা. রত্নদীপ বিশ্বাস আজ সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) আজমিরীগঞ্জ উপজেলার কয়েকটি বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসী পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জের ইউএনও জনাব নিবিড় রঞ্জন তালুকদার, ইউএইচএফপিও জনাব ডা. মোঃ ইকবাল হোসেন এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরিদর্শনকালে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে রয়েছে এক্স-রে রুমের সংকীর্ণতা, এক্স-রে ও এক্সপোজার রুম আলাদা না থাকা, ল্যাব ফ্রিজে ইনভেন্টরি অনুপস্থিতি, বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি, রেডিওগ্রাফার না থাকা, টেস্টের অতিরিক্ত মূল্য ধার্য করা এবং লাইসেন্স ছাড়াই ফার্মেসী পরিচালনা ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি।
এর ফলে—
- আজমিরীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং এক্স-রে রুম তালাবদ্ধ করা হয়।
- নিউ মেডিল্যাব হাসপাতালকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয় এবং এক্স-রে রুম তালাবদ্ধ করা হয়।
- সেবা ফার্মেসীকে লাইসেন্স না থাকা ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির কারণে ৭,০০০ টাকা জরিমানা করা হয়।
সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় এ ধরণের পরিদর্শন অব্যাহত থাকবে। অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিধি মোতাবেক কঠোর শাস্তির আওতায় আনা হবে।