জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

চুনারুঘাটে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুকুরে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৪ ডিসেম্বর) সকালে।

নিহত শিশুর নাম সামিয়া আক্তার (৬)। সে চুনারুঘাট থানাধীন ১০নং মিরাশি ইউনিয়নের জলিলপুর গ্রামের বাসিন্দা কৌশিক হাসানের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল অনুমান ১১টা থেকে ১২টা মধ্যে পরিবারের সবার অগোচরে সামিয়া আক্তার বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়।

পরবর্তীতে দুপুর ১টা ৩৯ মিনিটে তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।